জুয়েল শেখ জয়পুরহাটঃ জয়পুরহাটের পাঁচবিবি বালিঘাটা আলিম মাদ্রাসায় ৩০০ শিক্ষার্থী কে তৈরী পোষাক মাদ্রাসার ড্রেস প্রদান করেন আজ রবিবার দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে মাদ্রাসা পরিচালনা কমিটির আয়োজনে ও এমপি দুদুর আর্থিক সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মাহবুবুর রহমান টুকু সরদার।
এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু এমপি বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার শাহাদুজ্জামান, এনএম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহের নিগার শিউলি।
পাঁচবিবি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওবায়দুর রহমান সাবেক বালিঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু তালেব চৌধুরী বাবু, মাদ্রাসা অধ্যক্ষ আব্দুল গফুর সরদার, পাঁচবিবি প্রমিসিং প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ এম এ খালেক।
পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মহির উদ্দিন মন্ডল, পৌর আওয়ামীলীগের সভাপতি এস.কে আব্দুল হক ও মাদ্রাসার উপাধ্যক্ষ জয়নুল আবেদিন।
শেষে মাদ্রাসার বিভিন্ন ক্লাসে ৩০০ শতাধিক শিক্ষার্থীর মাঝে মাদ্রাসার পোষাক বিতরণ করেন প্রধান অতিথি এ্যাডঃ সামছুল আলম দুদু এমপি সাংবাদিক আল জাবির আল কারিয়া চৌধুরী সহ জেলা উপজেলা সাংবাদিক বৃন্দরা সেখানে উপস্থিত ছিলেন।