জুয়েল শেখ জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক কল্যাণ ইউনিয়নের ৫ম সাধারণ সভা ও বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকাল ৩ ঘটিকায় উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক কল্যাণ ইউনিয়নের সভাপতি আনিছুর রহমান বাচ্চুর সভাপতিত্বে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। বিশাল শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সাংসদ সদস্য ও স্বরাষ্ট মন্ত্রনায় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ বরমান হোসেন পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পলাশ কুমার দেব। পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বক্কর ছিদ্দিক মন্ডল পৌর আওয়ামীগের সভাপতি এস কে আব্দুল হক জয়পুরহাট জেলা চেম্বার অব কর্মাসের সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল হাকিম মন্ডল। বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক কল্যাণ ইউনিয়নের সাধারণ সম্পাদক খালেকুল ইসলাম বকুল। পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবু সাঈদ আল মাহাবুব চন্দন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক মিন্নুর জয়পুরহাট জেলা পরিষদের সদস্য মানিক আকন্দ পৌর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক জিহাদ মন্ডল সহ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম রুহুল আমিন সাধারন সম্পাদক এস এম শামীম আহমেদ সাংবাদিক আল কারিয়া চৌধুরী ও ইদ্রিস আলী সহ অন্যান্য সাংবাদিক বিন্দুরা সেখানে উপস্থিত ছিলেন.
জয়পুরহাটের পাঁচবিবি বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।