জুয়েল শেখ জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি মহান বিজয় দিবস উপলক্ষে প্রমিসিং প্রি-ক্যাডেট স্কুলের প্রাক্তন ছাত্র ছাত্রীর উদ্দ্যোগে শিক্ষাবিদ মরহুম মমতাজ উদ্দীনের স্মরণে ফ্রি হেলথ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আজ শনিবার পাঁচবিবি প্রমিসিং প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গণে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ সামছুল আলম দুদু এমপি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ বরমান হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি পলাশ চন্দ্র দেব সহ আয়োজক কমিটির সদস্য রাজিব ফয়সাল, জাহিদুল কবির চঞ্চল, রাসেল ফারুক, গোলাম নাসির ও মিত্তুন জয় প্রমূখ। উক্ত ফ্রি হেলথ ক্যাম্পেইন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ এম এ খালেক সাংবাদিক আল কারিয়া চৌধুরী সহ সাংবাদিক বৃন্দরা সেখানে উপস্থিত ছিলেন।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।