জুয়েল শেখঃ জয়পুরহাটে স্বাস্থ্যবিধি মেনে চলি এই শ্লোগানকে সামনে রেখে জয়পুরহাট জেলা স্কাউটসের পক্ষ থেকে পথচারীদের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাসব্যাপী করোনা সচেতনতা মূলক কর্মসূচীর অংশ হিসাবে আজ বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়। এ কর্মসূচীর উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও জেলা স্কাউট কমিশনার ইশরাত ফারজানা।
এ সময় জয়পুরহাট জেলা স্কাউটসের সম্পাদক বাংলাদেশ স্কাউটসের লিডার ট্রেনার শাহাদুল ইসলাম সাজু সহ জেলা স্কাউটসের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা স্কাউট কমিশনার ইশরাত ফারজানা জানান, করোনা মহামারির মধ্যে মাস্ক পরার বিকল্প নেই। করোনা প্রতিরোধে জেলা স্কাউটসের পক্ষ থেকে মাস ব্যাপী ফ্রি মাস্ক ও লিফলেট বিতরণ কর্মসূচী পালন করেছে।
মাস্ক বিতরণের
পাশাপাশি করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতাও সৃষ্টিতেও কাজ করেন স্কাউটসের সদস্যরা। জেলা শহরের ২০ টি পয়েন্টে জেলা স্কাউটসের সদস্যরা করোনা সচেতনতা মূলক ওই ফ্রি মাস্ক ও লিফলেট বিতরণ করেছেন ও জেলা-উপজেলা সাংবাদিক বৃন্দরা সেখানে উপস্থিত ছিলেন।