মোঃ রশিদুল ইসলাম রিপনঃ আজ শনিবার(১৯ ডিসেম্বর) বিকেল ৩ টায় লালমনিরহাট সদরের কুলাঘাট, ধাইরখাতায়
মহান বিজয় দিবস উপলক্ষে বার্ষিক গ্রাম্য উৎসব ও খেলা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃশাহজাহান আলী জুয়েল, প্রধান শিক্ষক, কুলাঘাট উচ্চ বিদ্যালয়। বিশেষ অথিতি জনাব মোঃআলমগীর হোসেন, সহকারি প্রধান শিক্ষক, কুলাঘাট উচ্চ বিদ্যালয়। আরো উপস্থিত ছিলেন,
জনাব,মোঃমহসিন আলী টিটু, ৫ নং ওয়ার্ড (ধাইরখাতা) মেম্বার। উক্ত অনুষ্ঠানে সহযোগীতা করেছেন মোঃ জোবাইদুল হোসেন জোবেদ (প্যানেল চেয়ারম্যান ২নং কুলাঘাট ইউনিয়ান পরিষদ। মোঃহারুন অর রশিদ(বিশিষ্ট ব্যবসায়ি, কুলাঘাট ইউনিয়ান,ওয়ালটন) মোঃহামিদুর রহমান ভেন্ডার (সাধারন সম্পাদক, জেলা দলিল লেখক সমিতি)
মোঃ মজিদ মাস্টার (সহকারি শিক্ষক,ভাটিবাড়ি উচ্চ বিদ্যালয়) মোঃআতাউর রহমান আতা (ভেন্ডার),বিশিষ্ট সমাজ সেবক এবং সাবেক সভাপতি জাতীয় পার্টি, কুলাঘাট মোঃ হাফিজুর রহমান (সিইও,শ্যামপুর সুগার মিল) মোঃইউনুস আলী (সাবেক মেম্বার ধাইরখাতা)