নাজমুল হাসানঃ তিতাসের জোবিঅ – সোনারগাঁও এর নিয়ন্ত্রনাধীন এলাকায় নারায়নগঞ্জ জেলা ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ১৭ ডিসেম্বর ২০২০ এক অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।বৃহস্পতিবার নারায়ণগঞ্জের বরাব , মুগরাকুল , রুপগঞ্জ এলাকায় ৩” ব্যাসের আনুমানিক ৩ কিলোমিটার অবৈধ গ্যাস পাইপ লাইন উচ্ছেদ সংযোগ বিচ্ছিন্ন অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এ সময় ৩ কিলোমিটার অবৈধ গ্যাসের পাইপ অপসারণ ও শত শত বাড়ির অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়েছে।বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও তিতাসের জোবিঅ – সোনারগাঁও এর যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির জোবিঅ – সোনারগাঁও অফিসের প্রকৌশলী বরুন কুমার , উপ ব্যবস্হাপক , প্রকৌশলী মো: রিফাত আবদুল্লা উপ-ব্যবস্হাপক , প্রকৌশলী মো: সারোয়ার হোসেন , সহ ব্যবস্হাপক , প্রকৌশলী মো: তানভির আহাম্মেদ , সহ প্রকৌশলী , মো: শামিম আহম্মেদুল , সহকারী কর্মকর্তা ( হিসাব ) ও জরুরী টিমের টিমলীডার মো: জহিরুল ইসলাম , প্রমুখ। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন জোবিঅ – সোনারগাঁও জোনের জরুরী টিমের টিমলীডার মো: জহিরুল ইসলাম জানান, বরাব , মুগরাকুল , রুপগঞ্জ এলাকায় ৩” ব্যাসের আনুমানিক ৩ কিলোমিটার অবৈধ গ্যাস পাইপ লাইন উচ্ছেদ সংযোগ বিচ্ছিন্ন করতে এলাকায় বেলা ১১টা থেকে বিকাল পর্যন্ত জেলা ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এ সময় অবৈধভাবে নেওয়া ৩ কিলোমিটার গ্যাসের পাইপ অপসারণ করা হয়েছে। এছাড়াও শতশত বাসাবাড়িতে নেওয়া গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। তিনি বলেন, অবৈধ গ্যাস সংযোগকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।। এ অভিযান অব্যাহত থাকবে।
নারায়নগঞ্জ জেলা ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ৩ কিলোমিটার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
ক্রাইম নিউজ ঢাকা
December, 18, 2020, 1:49 pm
অন্যান্য, ঢাকা, নারায়নগঞ্জ, বিভাগীয় খবর, সারাদেশ |
204 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।