ফাহিম ফরহাদ: বিশ্ব ইজতেমাকে সামনে রেখে প্রতি বছর পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়। এবারও বিশ্ব ইজতেমা মাঠে আজ শুক্রবার শুরু হচ্ছে জোড় ইজতেমা। করোনার কারণে এবারের কার্যক্রম শুক্র ও শনিবার দুই দিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক মুফতি জহির ইবনে মুসলিম জানান, বিশ্ব ইজতেমা ময়দানের উত্তর পাশে টিনশেডে এ বছরের জোড় ইজতেমা শুরু হচ্ছে। তিন চিল্লার সাথিদের নিয়ে ইজতেমা ময়দানে পরামর্শ সভা আয়োজনের জন্য শুক্রবার সকাল ১০টা থেকে ২৪ ঘণ্টা সময় পেয়েছেন তারা। সে হিসাবে শনিবার সকাল ১০টায় শেষ হবে সংক্ষিপ্ত এ জোড় ইজতেমা। তিনি সংবাদ মাধ্যমে আরও জানান, এবারের জোড় ইজতেমায় তাবলিগের ঢাকা জেলার আড়াই হাজার, গাজীপুরের সাতশ, টাঙ্গাইলের চারশ ও মানিকগঞ্জের চারশ মুসল্লিসহ চার হাজার তিন চিল্লার সাথি অংশ নিতে পারবেন।
টঙ্গীতে জোড় ইজতেমা শুরু আজ
ক্রাইম নিউজ ঢাকা
December, 18, 2020, 7:06 am
অন্যান্য, উত্তরার খবর, ঢাকা, ধর্ম ও জীবন, শিক্ষা, সারাদেশ |
201 Views
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।