,


শিরোনাম:
«» তুরাগে গৃহবধু হত্যার অভিযোগে স্বামীর বন্ধু গ্রেফতার «» ভাড়া বাসায় অবস্থান করে স্বর্ণের দোকানে ডাকাতী করতো তারা’ «» ঈশ্বরদীতে ২০০ লিটার মদসহ গ্রেফতার ১ «» ঈশ্বরদীতে নবজাতক হত্যার অভিযোগ সাবেক স্বাস্থ্যকর্মীর আকলিমার বিরুদ্ধে «» সাংবাদিকতার দায় একমাত্র জনসাধারণের কাছে:তিতুমীর «» ঈশ্বরদীতে প্রণোদনার সার-বীজ প্রদানে স্বজনপ্রীতির অভিযোগ প্রকৃত কৃষকদের «» ঈশ্বরদীতে বালু খেকোদের কবলে বিলিন হাজার হেক্টর ফসলি জমি, দিশেহারা কৃষক «» ঠাকুরগাঁওয়ে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত «» চাঁপাইনবাবগঞ্জ সাবেক এমপি ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদকের বাসভবনে হামলা «» চাঁপাইনবাবগঞ্জ কৃষকলীগের অনুষ্ঠানে সংঘর্ষে যুবলীগ নেতা মিনহাজ আহত

জেলা পরিষদ সদস্য ও কৃষকলীগ নেতা আ: হাকিম’র উদ্যোগে বিজয় দিবস পালন

 ফাহিম ফরহাদ,বিশেষ প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। বুধবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বীর শহীদদের নাম সংবলিত স্মৃতিফলকে জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে শহীদ মুক্তিযোদ্ধাদের নাম সম্বলিত স্মৃতিফলকে ও জাতির পিতার প্রতিকৃতিতে মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রাশাসন, আওয়ামীলীগসহ এর সহযোগী সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও প্রতিষ্ঠান ফুল দিয়ে শ্রদ্ধা জানান। কালেক্টরেট চত্ত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে সুর্যোদয়ের সাথে সাথে সংসদ সদস্য, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট, জেলা পরিষদ, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগ, যুব মহিলালীগ, সিভিল সার্জন অফিসসহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।পরে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব মঈনুদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওদুদ, সংরক্ষিত মহিলা আসনের এমপি ফেরদৌসী ইসলাম জেসী, নবাবগঞ্জ জেলা পরিষদ সদস্য, কৃষকলীগ সহ. সভাপতি, রেডক্রিসেন্ট নবাবগঞ্জ জেলা সহ. সভাপতি ও সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি নবাবগঞ্জ, এবং নবাবগঞ্জ পৌর মেয়র পদ প্রত্যাশি আ. হাকিম। জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. শংকর কুমার কুন্ডু, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী, আরএমও সদর হাসপাতাল ডা. নাদিম সরকার, নার্সিং সুপারভাইজার সহ হাসপাতাল ও বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান প্রধান এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা। পরে শহীদদের স্বরণে জেলা ডিসি পরিবার ও লেডিস ক্লাব’র মহিলা প্রধানসহ সকলে পুস্পস্তবক অর্পন করেন।পরে পলিটেকনিক’র প্রধানসহ সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ পুস্পস্তবক অর্পন করেন। এর পর শহীদদের প্রতি ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন, গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকসানা আহমদসহ স্কুলটির সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ। পরে শহীদদের প্রতি ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করেন, ইউনাইটেড স্ট্যান্ডার্ড স্কুলের প্রধান শিক্ষক, মো. আনোয়ার হোসেন ও সহকারী শিক্ষক ইসারুল ইমরোজসহ প্রতিষ্ঠানটির সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ। তার পর ফুল দিয়ে শহীদদের সম্মান প্রদর্শন করেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি এ্যাড. নিয়ামত আলী নিয়াম, আরও শুভেচ্ছা জানান বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও জেলা জজ কোর্ট আইনজীবী এ্যাড. মো. আফসার আলী ও আজকের বসুন্ধরা স্টাফ রিপোর্টার ফাহিম ফরহাদ সহ অন্যান্য প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও টেলিভিশন মিডিয়া সাংবাদিক বৃন্দ। এছাড়াও, বিভিন্ন সংগঠন আলাদা আলাদাভাবে অনুষ্ঠানে মধ্য দিয়ে বিজয় দিবস পালিত পালন করেছেন। এর আগে জেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয় হতে একটি র‌্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ