ঈশ্বরদী প্রতিনিধিঃ ঈশ্বরদী উপজেলার পূর্ব নুরমহল্লার মরহুম নজরুল ইসলাম এর ২য় কন্যা জেসমিন খাতুন(৬) তার কলিজার পাশে টিউমার ইনফেকশন হয়েছে। যাহার অপারেশন জরুরি বলে ডাক্তার নির্দেশ দিয়েছেন। তার অপারেশন বাবদ প্রায় ৭০/৮০ হাজার টাকা লাগবে। কিন্তু এই টাকা যোগার করার সমর্থন নাই তার পরিবারের। বিধবা নারীর পক্ষে সম্ভব নয় এতো টাকা যোগার করা। তাই অসুস্হ বাবা হারা শিশুর মাতা সমাজের বিক্তবান মানুষের কাছে তার শিশু কন্যার চিকিৎসার জন্য সাহায্যের আবেদন করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা শিশুর মাতার ব্যাক্তিগত বিকাশ নাম্বার ০১৭৫২০৭১৬১৯