নিজস্ব প্রতিনিধি: ১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস।মহান বিজয় দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ঈশ্বরদী পৌর মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু মহোদয় ১৬ ডিসেম্বর মহান স্বাধীনতা যুদ্ধে লক্ষ লক্ষ প্রাণের আত্নদানে পরাধীনতার লৌহকঠিন শৃংখল ভেঙ্গে লাল সবুজের পতাকা উড়েছে এই পলল ভুমিতে।পৃথিবীর মানচিত্রে আমরা পেয়েছি এক অনবদ্য পরিচয়। স্বাধীনতার দীপ্ত শ্লোগানে মুখরিত সেই মহান বিজয়ের মাসে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে সেইস অকুতোভয় বীর সেনানী মহান বিজয় দিবসে ঈশ্বরদীবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন । বিজয়ের শুভেচ্ছা জানিয়ে পৌর মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু মহোদয় বলেন, মহান বিজয় দিবসে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি বিনম্র শ্রদ্ধায়। যার জন্ম না হলে বাংলাদেশ নামের রাষ্ট্র কখনই হতো না। স্মরণ করছি মুক্তিযুদ্ধের সকল শহীদদের। শ্রদ্ধা জানাচ্ছি ত্যাগ স্বীকার করা লক্ষ লক্ষ বিরাঙ্গনা নারীদের।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।