অনলাইন ডেক্স: লক্ষীপুরের রায়পুর পৌর এলাকায় অদ্য ১৫/১২/২০২০ইং রায়পুর থানার অফিসার ইনচার্জ জনাব আবদুল জলিল মহোদয়ের নেতৃত্বে এসআই মোঃ শেখ কামাল, এসআই মোহাম্মদ সাফায়েত উল্যাহ, এসআই মোঃ আব্দুল আলীম সংগীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে।
রায়পুর থানাধীন রায়পুর বাজারস্থ নুপুর আবাসিক হোটেলে অভিযান করিয়া ৮০০(আটশত) পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী ১) শাহাদাত হোসেন সবুজ(৩৫), পিতা-মৃত সামছুল হক, মাতা-ফিরোজা বেগম, সাং-লেমুয়া, নেয়ামতপুর(নেয়ামতপুর ভূঁইয়া বাড়ি), থানা-সদর, জেলা-ফেনী, ২) মোঃ সাইদুর রহমান তারেক(৩১), পিতা-মৃত রমিজ উদ্দিন, মাতা-জাহানারা বেগম, স্থায়ী সাং-জয়মন্ডপ (ইসলামনগর), তালিবপুর, পোঃ জয়মন্ডপ, থানা-সিংগাইর, জেলা-মানিকগঞ্জ, ৩) সানজিদা আক্তার রিয়া @ কথা(২৫), পিতা-মোঃ রাশেদ খান, মাতা-নিরু বেগম, সাং-পশ্চিম রুপসা, থানা-ফরিদগঞ্জ, জেলা-চাঁদপুর, বর্তমানে সাং-শমসেরাবাগ, গরু হাটা সংলগ্ন, মানিক চৌধুরীর বাড়ি, থানা-সদর, জেলা-লক্ষ্মীপুরদের গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীদের নিয়মিত মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।