,


শিরোনাম:
«» তুরাগে গৃহবধু হত্যার অভিযোগে স্বামীর বন্ধু গ্রেফতার «» ভাড়া বাসায় অবস্থান করে স্বর্ণের দোকানে ডাকাতী করতো তারা’ «» ঈশ্বরদীতে ২০০ লিটার মদসহ গ্রেফতার ১ «» ঈশ্বরদীতে নবজাতক হত্যার অভিযোগ সাবেক স্বাস্থ্যকর্মীর আকলিমার বিরুদ্ধে «» সাংবাদিকতার দায় একমাত্র জনসাধারণের কাছে:তিতুমীর «» ঈশ্বরদীতে প্রণোদনার সার-বীজ প্রদানে স্বজনপ্রীতির অভিযোগ প্রকৃত কৃষকদের «» ঈশ্বরদীতে বালু খেকোদের কবলে বিলিন হাজার হেক্টর ফসলি জমি, দিশেহারা কৃষক «» ঠাকুরগাঁওয়ে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত «» চাঁপাইনবাবগঞ্জ সাবেক এমপি ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদকের বাসভবনে হামলা «» চাঁপাইনবাবগঞ্জ কৃষকলীগের অনুষ্ঠানে সংঘর্ষে যুবলীগ নেতা মিনহাজ আহত

অনলাইনে ভালো পণ্যের বিজ্ঞাপন, অর্ডারে খারাপ পণ্য দিয়ে প্রতারণা’

সিনিয়র প্রতিবেদক: প্রতারকরা ছদ্মনামে ফেসবুক পেজ খুলে অনলাইন শপিং এর নামে ভালো মানের মোবাইল ফোন জুতা পরিতৃপ্তি সাজেশন প্রয়োজনীয় সামগ্রীর বিজ্ঞাপন দেয়। পরবর্তীতে কোন ব্যক্তি অর্ডার করলে ভাঙ্গাচুরা, নষ্ট ও নিম্ন মানের সামগ্রিক প্যাকেটিং করে এস এ পরিবহন এন্ড কুরিয়ার সার্ভিসে বুকিং দিতে চক্রটি। এ চক্রের 6 সদস্য গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, রকি বিশ্বাস (২৫), হেকমত আলী (২৭), কচিবুর রহমান (২২), শিমুল মণ্ডল (২৭), আনিসুর রহমান শেখ (২৯) ও মাজহারুল ইসলাম (২৪)। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)’র মিডিয়া সেন্টারে সোমবার (১৪ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার এসব তথ্য জানান। এর আগে কামরাঙ্গীরচরের পশ্চিম রসুলপুর এলাকা থেকে রোববার (১৩ ডিসেম্বর) তাদেরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।

গ্রেপ্তারকালে তাদের হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত এস এ পরিবহন পার্সেল এন্ড সার্ভিসের বুকিং মেমো ২০২টি, পণ্য বিক্রয়ের ক্যাশ মেমো ১১৭টি, ৪৬ জোড়া বিভিন্ন রং এর ব্যবহারের অযোগ্য জুতা, ১০ টি চার্জার, ১টি ল্যাপটপ, ১৫ টি বিভিন্ন পণ্যের বুকিং ফেরত যোগ্য বক্স, ১২টি বিভিন্ন মডেলের ব্যবহার অযোগ্য মোবাইল ও ১৪টি ব্যবহার যোগ্য মোবাইল জব্দ করা হয়। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘গ্রেপ্তারকৃত প্রতারকরা ছদ্মনামে বিভিন্ন অনলাইন শপিং এর নামে ফেইসবুক পেইজ খুলে প্রতারণা করতো। ওইসব পেজে অনলাইন শপিংয়ের নামে ভালো মানের মোবাইল ফোন, জুতা, ঘড়ি, থ্রি-পিস, শাড়ীসহ, প্রয়োজনীয় সামগ্রীর বিজ্ঞাপন দেয়। কোন ব্যক্তির বিজ্ঞাপন দেখে অর্ডার করলে, অর্ডার নিশ্চিত করার পর গ্রেপ্তারকৃতরা নকল ভাঙ্গাচুরা, নষ্ট ও অপেক্ষাকৃত নিম্নমানের সামগ্রী প্যাকেটিং করে এসএ পরিবহনের কুরিয়ার সার্ভিসে বুকিং দেয়। এ কে এম হাফিজ আক্তার বলেন, প্রতারক চক্রের প্রথম গ্রুপ রকি বিশ্বাস ও হেকমত আলী ১৬টি অনলাইন শপিংয়ের পেজের মাধ্যমে অনলাইনে দামি মোবাইলের ছবি দেখিয়ে অর্ডার কনফার্ম করে এবং বুকিং মানি নেয়। প্রতারক চক্রের দ্বিতীয় গ্রুপ কচি রহমান ৫টি অনলাইন শপিং পেজের মাধ্যমে অনলাইন দামি ব্রান্ডের জুতা দেখিয়ে অর্ডার কনফার্ম করা এবং বুকিং নেয়। এরপর চক্র দুটি আনিসুর রহমান সাহেব মাজারুল ইসলাম কনফার্মকৃত অর্ডারের বিপরীতে নষ্ট ব্যবহারের অযোগ্য পণ্য প্যাকেজিং করে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারী করে। প্রতারক চক্রের তৃতীয় গ্রুপ শিমুল মণ্ডল ও তার ভাই পলাতক অভিযুক্ত আশিকুর রহমান ওরফে সুজন তিনটি অনলাইন শপিং পেজের মাধ্যমে দামি ব্র্যান্ডের জামা-কাপড়ের বিজ্ঞাপন দেয়। অর্ডার কনফার্ম হওয়ার পর সুজন নড়াইলে বসে তার ভাই শিমুলকে অবহিত করতো। সে নিজেও অর্ডার পেলে তখন গাউছিয়া ও নিউমার্কেটের সামনে ফুটপাতে অর্ডার অনুযায়ী অপেক্ষাকৃত নিম্নমানের জামা কাপড় ক্রয় করে এস এ পরিহবহণ এন্ড কুরিয়ার সার্ভিসে বুকিং দিয়ে অভিনব পদ্ধতিতে প্রতারণা করে আসছিল। এ ঘটনায় গ্রেপ্তারকৃত প্রতারকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন ডিবি পুলিশ।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ