,


শিরোনাম:
«» ঢাকা ১৮ আসনে দয়াল কুমার বড়ুয়ার ঈদ উপহার বিতরণ। «» আব্দুল্লাহপুরে ময়মনসিংহের অবৈধ বাস কাউন্টারে যাত্রী হয়রানি ও মারধর অভিযোগ উঠেছে। «» জামালপুরে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে উত্তরা প্রেস ক্লাব। «» আব্দুল্লাহপুর টি আই’র লাঠির আঘাতে পরিবহন শ্রমিকের কান্না। «» তুরাগে এক দশক ধরে মাদক ব্যবসা করা কদম গ্রেফতার। «» তুরাগে গৃহবধু হত্যার অভিযোগে স্বামীর বন্ধু গ্রেফতার «» ভাড়া বাসায় অবস্থান করে স্বর্ণের দোকানে ডাকাতী করতো তারা’ «» ঈশ্বরদীতে ২০০ লিটার মদসহ গ্রেফতার ১ «» ঈশ্বরদীতে নবজাতক হত্যার অভিযোগ সাবেক স্বাস্থ্যকর্মীর আকলিমার বিরুদ্ধে «» সাংবাদিকতার দায় একমাত্র জনসাধারণের কাছে:তিতুমীর

নেত্রকোনা-৩ আসনে মনোনয়ন প্রত্যাশী সামসুল কবির খানের ব্যাপক জনসংযোগ

কেন্দুয়া থেকে নিজস্ব প্রতিনিধি : নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট আওয়ামীলীগ নেতা শিল্পপতি সামসুল কবির খান নির্বাচনী এলাকায় ব্যাপক জনসংযোগ করেছেন। আগামী একাদশতম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় টিকেট ‘কনফার্ম’ করে নিতে তিনি এলাকার দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শুভেচ্ছা বিনিময় ও জনসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এরই ধারাবাহিকতায় শনিবার বিকালে তিনি আটপাড়া উপজেলার তেলীগাতী ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে দুওজ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রয়াত আজিজুল হকের বাড়িতে যান। সেখানে স্ত্রী সন্তানের পাশে সময় কাটান এবং তাদের যেকোন প্রয়োজনে তিনি সাথে রয়েছেন এমন অঙ্গীকার করেন। সেখান থেকেই ইকরাটিয়া গ্রামের অসুস্থ্য জনপ্রিয় অছিম উদ্দিন মেম্বারের বাড়িতে হাজির হয়ে তার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং সময় দেন। এসময়ই পাশ্ববর্তী রায়নগর গ্রামের প্রয়াত কাছুম আলীর বাড়িতে হাজির হয়ে শোকাহত পরিবারকে সান্ত¦না দেন। সেখান থেকে পরে ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্থ তেলিগাতী বিএনএইকে একাডেমী পরিদর্শন করে সংস্কার কাজের খোঁজ নিয়ে চলে যান আটপাড়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে। অফিসে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার তিনি ছুটেন স্বরমুশিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীনের বাড়িতে। সেখানে জয়নাল আবেদীনের প্রয়াত ভাইয়ের পরিবারের পাশে দাঁড়িয়ে সমবেদনা জানান। বিকাল থেকে রাত পর্যন্ত সামসুল কবির খানের জনসংযোগে সাথে ছিলেন কেন্দুয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুর রহমান, কেন্দ্রীয় কৃষকলীগ নেতা মিজানুর রহমান মিজান, চিরাং ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক এনামুল কবির খান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম জহির, আব্দুল্লাহ আল বাকী, উপজেলা কৃষকলীগ নেতা আব্দুল্লাহ আল ফারুক ছানা, যুবলীগ নেতা শাহীন আনোয়ার, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আবু সায়েম খান, আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এটিএম শহীদুজ্জামান ভুঁইয়া হেলিমসহ বিপুল সংখ্যক নেতাকর্মী। জনসংযোগকালে সামসুল কবির খান বিভিন্ন হাঁটবাজারের উপর দিয়ে যাওয়ার সময় জনতার উদ্দেশে হাত নেড়ে সালাম জানান এবং অনেক সময় নির্ধারিত প্রোগ্রাম ছাড়াও গাড়ী থামিয়ে নেতাদের সাথে কুশল বিনিময় করেন। সামসুল কবির খানের এ জনসংযোগে মাঠ পর্যায়ে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ