নিজস্ব সংবাদদাতাঃ নেত্রকোণা জেলা প্রশাসক ও জেলা প্রেসক্লাবের সভাপতি ড. মোঃ মুশফিকুর রহমানের সংগে সৌজন্য সাক্ষতে মিলিত হয়ে তাদের সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তাড়িত আলোচনা করেন কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সদস্য বৃন্দ। সোমবার দুপুরে ১২টা জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাত অনুষ্টিত হয়। এ সময় জেলা প্রশাসক কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সদস্যদের শুভেচ্ছা জানিয়ে বলেন সামাজিক ও পেশাজীবি সংগঠনের ঐক্য না থাকলে এলাকার উন্নয়ন ও বাধাগ্রস্থ হয় তিনি বলেন সকলে মিলে একত্রে চলতে পারলে খুবই ভাল। সংগঠন ও শক্তিশালী হয়, উন্নয়ন কাজও বেশী হয়। জেলা প্রেসক্লাবের সভাপতি জেলা প্রশাসক আরোও বলেন পেশাজীবি সংগঠন পেশাজীবিদের হাতে থাকায় ভাল। তিনি সকলকে ঐক্য বদ্ধহয়ে আগামীর সুন্দর পথচলার পরামর্শ দেন একই সংগে তিনি কেন্দুয়া প্রেসক্লাব ও কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের বিষয়ে ভাল ভাবে খোজ খবর নিয়ে একহয়ে চলার সুযোগ সৃষ্টি করবেন বলে মন্তব্য করেন। সৌজন্য সাক্ষাত কালে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সমরেন্দ্র বিশ্ব শর্মা সহ- সভাপতি কামরুল হাসান সবুজ, সাধারণ সম্পাদক, মহিউদ্দিন সরকার, অর্থ সম্পাদক শাহ আলম তালুকদার , দপ্তর সম্পাদক লুৎফুর রহমান হৃদয় কার্যনির্বাহী সদস্য এডভোকেট আ.ক.ম.বজলুর রহমান তুলিপ, মনোরঞ্জন সরকার , দেবল চন্দ্র দাস, শিমুল মিল্কী, ও মোঃ মুশফিকুর রহমান মাসুদ।
জেলা প্রশাসকের সংগে কেন্দুয়া উপজেলা প্রেসক্লাব সদস্যদের সৌজন্য সাক্ষাত
ক্রাইম নিউজ ঢাকা
July, 18, 2017, 12:14 am
অপরাধ |
159 Views

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।