,


শিরোনাম:
«» আব্দুল্লাহপুর টি আই’র লাঠির আঘাতে পরিবহন শ্রমিকের কান্না। «» তুরাগে এক দশক ধরে মাদক ব্যবসা করা কদম গ্রেফতার। «» তুরাগে গৃহবধু হত্যার অভিযোগে স্বামীর বন্ধু গ্রেফতার «» ভাড়া বাসায় অবস্থান করে স্বর্ণের দোকানে ডাকাতী করতো তারা’ «» ঈশ্বরদীতে ২০০ লিটার মদসহ গ্রেফতার ১ «» ঈশ্বরদীতে নবজাতক হত্যার অভিযোগ সাবেক স্বাস্থ্যকর্মীর আকলিমার বিরুদ্ধে «» সাংবাদিকতার দায় একমাত্র জনসাধারণের কাছে:তিতুমীর «» ঈশ্বরদীতে প্রণোদনার সার-বীজ প্রদানে স্বজনপ্রীতির অভিযোগ প্রকৃত কৃষকদের «» ঈশ্বরদীতে বালু খেকোদের কবলে বিলিন হাজার হেক্টর ফসলি জমি, দিশেহারা কৃষক «» ঠাকুরগাঁওয়ে বিশ্ব মৃত্তিকা দিবস পালিত র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক’ পেলেন ঈশ্বরদীর ৫ জন

রাজশাহী বিভাগীয় চীফ এম এ সৈয়দ তন্ময় : কৃষিতে আবারো ঈশ্বরদীর কৃষকরা সফল অর্জন করেছেন। এবারে ঈশ্বরদীর দুই নারীসহ ৫ জন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক পেয়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা রওশন জামাল জানান, রোববার (১৬ জুলাই) ঢাকা ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪২১ ও ১৪২২এ কৃষিতে অবদানের স্বীকৃতি স্বরূপ নির্বাচিতদের হাতে ‘বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদক’ তুলে দেন।
এবারে কৃষিতে নারী উদ্যোক্তা বেলী বেগমকে স্বর্ণ পদক, কৃষক পর্যায়ে বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণের জন্য আব্দুল খালেককে স্বর্ণ পদক, বাণিজ্যিক কৃষি খামার স্থাপনের জন্য আব্দুল বারী ওরফে কপি বারীকে রৌপ্য পদক, সমন্বিত পোল্ট্রি ও কৃষি খামার স্থাপনের জন্য রবিউল ইসলামকে ব্রোঞ্জ পদক এবং সফল পোল্ট্রি খামারী মাহফুজা খানম সীমাকে ব্রোঞ্জ পদক প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, এই নিয়ে ঈশ্বরদীতে বঙ্গবন্ধু কৃষি পদক প্রাপ্ত কৃষক-কৃষাণির সংখ্যা মোট ১৫ তে উন্নিত হলো। ১৯৯১ সালে শাহজাহান আলী বাদশা ওরফে পেপে বাদশার রাষ্ট্রপতি পদকের মধ্য দিয়ে পদক প্রাপ্তি যাত্রা শুরু হয়।
পরে, সিদ্দিকুর রহমান ময়েজ, নূরুন্নাহার বেগম, আমজাদ আলী ওরফে পেয়ারা আমজাদ, হাবিবুর রহমান হাবিব ওরফে মাছ হাবিব, আকমল হোসেন, আমিরুল ইসলাম, রনি প্রমূখ পদকপ্রাপ্ত হন।
চলতি বছরের জানুয়ারিতে বেলী বেগম এবং আব্দুল বারী জাতীয় সবজি পুরুস্কার ’২০১৬ অর্জন করেছেন। কৃষিতে ঈশ্বরদীই দেশের শ্রেষ্ঠ উপজেলা হিসেবে চিহ্নিত।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ