রাজশাহী থেকে এম এ সৈয়দ তন্ময় : ১৬ জুলাই রবিবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পাবনার চাটমোহরের নিমাইচড়া ইউনিয়নের ছাওয়াল দহ এলাকা থেকে আটক করা প্রায় ১৩শ ফিট বাদাই জাল ধ্বংস করেছেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম শেহেলী লায়লা। বওশা ব্রীজ এলাকায় আটককৃত বাদাই জাল পুড়িয়ে ফেলা হয়। ইউ এন ও এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহায়তা করেন চাটমোহর উপজেলা মৎস কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান এবং চাটমোহর থানা পুলিশ। উল্লেখ্য, বন্যার পানি বৃদ্ধির সাথে সাথে চাটমোহরের কিছু অসাধু মৎসজীবি বাদাইজাল দিয়ে বিভিন্ন বিলে পোনা মাছ নিধন করে আসছে।
সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।