,


শিরোনাম:
«» উত্তরা তুরাগে ঢালায় সাজিয়ে রাখা পন্যের মতোই বিক্রি হচ্ছে মাদক দ্রব্য «» সেক্টরের সড়কে বিশাল গর্তে পড়ে আছে গরিবের আয়ের উৎস রিকশা «» শাহজালালে ৩৫১৮ পিস ইয়াবাসহ এক যাত্রী আটক «» ঢাকা ১৮ আসনে দয়াল কুমার বড়ুয়ার ঈদ উপহার বিতরণ। «» আব্দুল্লাহপুরে ময়মনসিংহের অবৈধ বাস কাউন্টারে যাত্রী হয়রানি ও মারধর অভিযোগ উঠেছে। «» জামালপুরে সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে উত্তরা প্রেস ক্লাব। «» আব্দুল্লাহপুর টি আই’র লাঠির আঘাতে পরিবহন শ্রমিকের কান্না। «» তুরাগে এক দশক ধরে মাদক ব্যবসা করা কদম গ্রেফতার। «» তুরাগে গৃহবধু হত্যার অভিযোগে স্বামীর বন্ধু গ্রেফতার «» ভাড়া বাসায় অবস্থান করে স্বর্ণের দোকানে ডাকাতী করতো তারা’

নেত্রকোনায় কিশোররা মাতল ফুটবলে

 

মাসুদুল করিম মাসুদ: তৃণমূল পর্যায়ে খেলাধুলার সার্বিক প্রসার ও উন্নয়নের লক্ষ্যে বার্ষিক ক্রীড়া কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোনায় অনুষ্ঠিত হয়েছে জেলা ক্রীড়া অফিস ফুটবল টুর্নামেন্ট।

আজ শুক্রবার পৌর শহরের মোক্তারপাড়া মাঠে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ফাইনালে ঠাকুরাকোনা রহিমউদ্দিন উচ্চ বিদ্যালয়কে ২-০ গোলে হারিয়ে চল্লিশা উত্তর বিশিউরা অনির্বাণ স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়। জেলা ক্রীড়া কার্যালয় ওই আসরের আয়োজন করে।

উদ্যোগে শুক্রবার প্রধান অতিথি হিসেবে স্কুল পর্যায়ের ফুটবল ফাইনালে পুরস্কার বিতরণ করেন নেত্রকোনার জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন বিশেষ অতিথি পুলিশ সুপার জয়দেব চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাইদুর রহমান, জেলা ক্রীড়া কর্মকর্তা আবদুল বারী প্রমুখ।

নেত্রকোনা সদর উপজেলার আটটি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে নকআউট পদ্ধতিতে ওই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সকল প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। পাঠকের মতামতের জন্য কৃর্তপক্ষ দায়ী নয়। লেখাটির দায় সম্পূর্ন লেখকের।
ঘোষনাঃ